ফরিদপুরের চরভদ্রাসনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে র্যালিটি বের হয়ে চরভদ্রাসন সরকারী কলেজ হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উক্ত স্থান এসে শেষ হয়।
ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হৃদয় র্যালির নেতৃত্ব প্রদান করেন। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার আলী মোল্যা, যুবলীগ সভাপতি মাহফুজুর রহমান মোরাদ, হরিরামপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসাইন মৃদুল প্রমূখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ