আনন্দঘন পরিবেশে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে কিশোরগঞ্জে। সোমবার বেলা সাড়ে ১২টায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান।
জেলা ছাত্র লীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন, সামিয়া মির্জা মেহের প্রমুখ।
এ উপলক্ষে কেক কাটা হয়।
বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে নেতা কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ