কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে হবিগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর কেন্দ্রীয় ঈদগাহ থেকে বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মর্তুজ আলী, জেলা যুবলীগ সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভিপি রুকন উদ্দিন তালুকদার, মশিউর রহমান শামীম, সুলতান মাহমুদ, মোস্তফা কামাল আজাদ রাসেল, ডা. ইশতিয়াক রাজ চৌধুরী প্রমুখ।
এর আগে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন