নরসিংদীতে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত করোনাভাইরাস ও ডেঙ্গুসহ অন্যান্য সংক্রমণ ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জেলা পর্যায়ে সাংবাদিকদের করণীয় শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মো. নুরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু কাউছার সুমন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩৫ জন সংবাদকর্মী। জেলা সিভিল সার্জন কার্যালয় কর্তৃক আয়োজিত এই কর্মশালায় সংক্রমণ ব্যাধি বিশেষ করে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে নানা বিষয়ে আলোচনা করা হয় এবং সংক্রমণ মোকাবেলায় জন সচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করা হয়।
এসময় বক্তারা বলেন, করোনা পাশাপাশি ডেঙ্গু’র বিস্তার বেড়েছে। যার কারণে রোগীর কষ্ট বেড়ে যাচ্ছে। তাই এই সময়ে যে কোন জ্বর বা শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহবান জানান।
বিডি প্রতিদিন/ফারজানা