কুড়িগ্রামের উলিপুরে মাটি চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহত শ্রমিকের নাম জাহাঙ্গীর আলম (৩২)। তিনি উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম গ্রামের মেরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিহত জাহাঙ্গীর আলম উপজেলার রামদাস ধনিরাম এলাকার জনৈক প্রভাষক মমিনুল ইসলাম প্লাবনের বাড়ির নির্মানাধীণ বহুতল ভবনের একটি পিলারের পাশে মাটি কাটার কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে উপর থেকে মাটি পড়ে তিনি চাপা পড়েন। সেসময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দু:খজনক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন