মুজিব বর্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নীলফামারীর ডোমার উপজেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ‘ক্যারাভান রোড শো’ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানটির উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। নিরাপদ খাদ্য অধিদপ্তর রোড শো’টির আয়োজন করে।
এ সময় নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয়চন্দ্র রায় ও আইপিটিএম প্রতিনিধি কৃষিবিদ বদিউজ্জামান, ডোমার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফ্ফর আলী, স্যানিটারি ইন্সপেক্টর আল-আমীন হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এরপর উপজেলা মোড়, বাস স্ট্যান্ড, মির্জাগঞ্জ হাট, চিলাহাটি বাজার, আমবাড়ি হাটে প্রোজেক্টরের মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ে সাধারণ মানুষদের বিভিন্ন প্রদর্শনী দেখানো ও লিফলেট বিতরণ হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর