জামালপুরের ইসলামপুর উপজেলায় গাছের ডাল ভাঙ্গাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, ইসলামপুরের চরগোয়ালিনি ইনিয়নের হরিণধরা পয়স্থি গ্রামে সোমবার সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলার সময় কর্ক বার বার একটি সজনা গাছের ডালে আটকে যায়। স্থানীয় নুর ইসলাম মন্ডলের বাড়ির সীমানায় থাকা ওই গাছের ডালটি এসময় ভেঙে ফেলে আমিন মোল্লার ছেলে দশম শ্রেণির ছাত্র রুবেল। দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। গাছের ডাল ভাঙ্গাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পেছন থেকে ফালা দিয়ে আঘাত করলে গুরুত্বর আহত হয় রুবেল। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৩টার দিকে রুবেলের মৃত্যু হয়। এ ঘটনায় নুর ইসলামের দুই ছেলে এমদাদুল ও বাবলাকে আটক করেছে পুলিশ। ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহত রুবেল ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ