৫ জানুয়ারি, ২০২১ ১৫:৩৪

মানিকগঞ্জে চিনি ও চুন দিয়ে তৈরি হচ্ছে খেজুর গুড়, ৩ জনকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে চিনি ও চুন দিয়ে তৈরি হচ্ছে খেজুর গুড়, ৩ জনকে জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ঝোলা খেজুর গুড়ের সাথে চিনি ও চুন দিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১০ মণ ভেজাল খেজুর গুড় ধ্বংস করা হয়। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা ও ভেজাল গুড় ধ্বংস করেন।

আসাদুজ্জামান রুমেল বলেন, রাজশাহী থেকে আনা বাসি ঝোলার সাথে বিভিন্ন অনুপাতে চিনি ও চুন মিশিয়ে প্রতিদিন ৩ থেকে ৪ মণ খেজুরের গুড় তৈরি করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। এছাড়া ২০/৩০ লিটার রসে ৫০ কেজি চিনি মিশিয়ে ৬০ থেকে ৭০ কেজি গুড়ও তৈরি করছে তারা।

ভেজাল গুড় তৈরির দায়ে হরিরামপুরের হাপানিয়া গ্রামের শিমুলকে ৪ হাজার টাকা, রমজান আলীকে ১০ হাজার টাকা এবং গোপীনাথপুর মজমপাড়া গ্রামের একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ১০ মণ ভেজাল খেজুরের গুড় ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে ভেজাল খেজুরের গুড় তৈরি করবে না মর্মে মুচলেকা দেন ভেজালকারীরা।

ভোক্তা অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর