রংপুরের পীরগাছার তাম্বুলপুর ইউনিয়ন পরিষদে হামলা ও চেয়ারম্যানের নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগ নেতা ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান রওশন জমির রবু সরদার।
তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কতিপয় স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। গত ৩১ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণের সময় চিহিৃত কতিপয় সন্ত্রাসী হঠাৎ করে ইউনিয়ন পরিষদে হামলা চালায় এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
এসময় তার গাড়ি চালক আতিকুর রহমান দুলাল এগিয়ে আসলে তাকে বেদম মারধর করে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে ইউপি সদস্য ও চকিদাররা এগিয়ে আসলে তারা এলাকা ত্যাগ করে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ সাখাওয়াত হোসেন নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় বলেও জানান তিনি।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের জন্য একটি কুচক্রি মহল মিথ্যা রটনা রটিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করে। তারা আমাকে নানা ধরনের হুমকি-ধামকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান, তাম্বুলপুর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম, ভিজিডি উপকারভোগী মর্জিনা বেগম, রেবেকা সুলতানা ও জেমি বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই