খুলনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কর্তৃক পরিচালিত শেখপাড়াস্থ ওজোপাডিকো হাইস্কুলে ১২ দিনব্যাপী পাঠ্যপুস্তক বিতরণ উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার পাঠ্যপুস্তক বিতরণ করেন ওজোপাডিকো‘র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন।
বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ওজোপাডিকো’র কোম্পানি সচিব আবদুল মোতালেব, প্রধান প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. আবু হাসান। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদানে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করেন আয়োজকরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার