বগুড়ায় বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া দলের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনকে স্মরণ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।
মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে সামনে কালো পতাকা উত্তোলন ও দলের নেতা-কর্মীদের কালো ব্যাজ পড়িয়ে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসন্ন বগুড়া পৌর সভা নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনির, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ বি এম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল