বগুড়ায় হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার জুরি অনন্তপুর গ্রাম থেকে রবিবার সন্ধ্যায় শকুনটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি গ্রামে পরিবেশবাদী সংগঠনের কর্মী সাব্বির আহমেদ সাকিল তার বাড়িতে হিমালয়ন গৃধিনীর পরিচর্চা করছেন। আহত অবস্থায় তিনি এটি তার বাড়িতে নিয়ে আসছেন। পরিচর্চা করা হচ্ছে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের উত্তরবঙ্গের পরামর্শক মিজানুর রহমান জানান, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ থেকে জানতে পারেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার জুরি অনন্তপুর গ্রামে একটি বিশালাকৃতির শকুন দেখা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন বিশালাকৃতির হিমালয়ান গৃধিনী শকুন আহত অবস্থায় রয়েছে। সোমবার রাতেই সেটিকে উদ্ধার করে বগুড়ায় নিয়ে আসা হয়। বর্তমানে এটির প্রাথমিক চিকিৎসা ও পরিচর্চা চলছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের সিনিয়র প্রোগ্রাম অফিসারের অনুমতি পেলে শকুন উদ্ধার ও পরিচর্চা কেন্দ্র সিংড়া জাতীয় উদ্যান দিনাজপুরে প্রেরণ করা হবে। শকুন উদ্ধারকালে শিবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল ইসলাম সাবু, স্থানীয় সাংবাদিক উত্তম কুমার, পরিবেশবাদী সংগঠন তীরের কর্মী সাব্বির আহমেদ সাকিল, তৌফিক হাসান, রবিউল ইসলামসহ এলাকার সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।
জানা যায়, শিবগঞ্জ’র স্থানীয় সাংবাদিক উত্তম কুমার খবর পান একটি আহত শকুন জুরি অনন্তপুর গ্রামে আহত অবস্থায় আটকে রেখেছে সাধারণ মানুষ। বিষয়টি তিনি রাজশাহী বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বনপ্রাণী অপরাধ দমন বিভাগকে জানান। বিষয়টি বন বিভাগ আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘকে (আইইউসিএন) শকুনটি উদ্ধারের দায়িত্ব দেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার