দিনাজপুরে মহারাজা স্কুলের মাইন বিস্ফোরণ ট্রাজেডি দিবস আগামীকাল বুধবার। ১৯৭২ সালে এই দিনে দিনাজপুরে এক আকস্মিক মাইন বিস্ফোরণে শহীদ হন ৫ শতাধিক মুক্তিযোদ্ধা। দিবসটি পালন উপলক্ষে বুধবার স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচির মধ্যে চেহেলগাজী মাজারে শহীদদের গণকবর ও মহারাজা স্কুল প্রাঙ্গণে শহীদদের নামফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দিনাজপুর প্রেসক্লাবে আলোচনা সভা এবং মহারাজা স্কুল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু জানান, ৬ জানুয়ারি সন্ধ্যায় রুটিন ওয়ার্কের একপর্যায়ে ঘটে যায় মাইন বিস্ফোরণ দুর্ঘটনা। এতে শহীদ হন ৫ শতাধিক মুক্তিযোদ্ধা।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর শত্রুমুক্ত হওয়ায় দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ীর মহারাজা গিরিজানাথ হাইস্কুলে মুক্তিযোদ্ধাদের একটি ট্রানজিট ক্যাম্প বসানো হয়। সেখানে ১৯৭২ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় মুক্তিযুদ্ধকালীন উদ্ধারকৃত মাইন দুটি ট্রাক থেকে নামানোর সময় একটি মাইন ফসকে পড়ে। এতে জড়ো করা সহস্রাধিক মাইন বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা প্রাণ হারান।
বিডি প্রতিদিন/এমআই