আনন্দ শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাংশা উপজেলা ছাত্রলীগের আয়োজনে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা বিশাল এক আনন্দ শোভাযাত্রা বের করে।
আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রায় পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। শোভাযাত্রায় পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিদুল ইসলাম মারুফ ও সাধারণ সম্পাদক খন্দকার তাসবীব হাসান শিশিল নেতৃত্ব প্রদান করেন।
শোভযাত্রা শেষে পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতিত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো, সাধারণ সম্পাদক এ এফএম শফিউদ্দীন পাতা, সাবেক সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দিপক কুন্ডু, পৌরসভা মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হাকিম রুমিসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন