ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনার জের ধরে যুবলীগ নেতা শামীমকে (৩০) অপহরণ করে তার হাত-পায়ের রগ কেটে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে দলীয় ও স্থানীয় লোকজন।
অপহরণকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার শাহবাজপুর বাজার এলাকায় মানববন্ধন করা হয়। এর আগে, গত সোমবার রাতে উপজেলার শাহবাজপুর গ্রামে তাকে অপহরণের ঘটনা ঘটে।
অপহরণের দুই ঘণ্টা পর সোহাগ নামে একজনের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় শামীমকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।
আহত শামীম শাহবাজপুর ইউনিয়নের আতকা বাজারের রবি মিয়ার ছেলে। সে শাহবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও আহত শামীমের পরিবারের লোকজন জানান, গত রবিবার রাতে শাহবাজপুর বাঘা চান মিয়ার বাজারে অনুষ্ঠিত মেলায় নাগরদোলায় ওঠা নিয়ে শামীমের সাথে সোহাগের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি হয়। যবুলীগ নেতার হাত-পায়ের রগ কাটার ঘটনায় সোহাগকেই অভিযুক্ত করছেন ভুক্তভোগীর পরিবার
বিডি প্রতিদিন/এমআই