জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া পৌরসভার মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মতিউর রহমান লাল্টু। এসময় বক্তব্য রাখেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।
আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া ও অপরাজেও বাংলার আহ্বায়ক এইচ রহমান মিলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর বহু দেশে ভাস্কর্য রয়েছে। সেসব দেশে মুমিন মুসলমান আছে, আলেম সমাজ আছে। কিন্তু সেখানে ভাস্কর্য নিয়ে কারো কোনো সমস্যা হচ্ছে না। অথচ বাংলাদেশে এক শ্রেণির আলেম ভাস্কর্য নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের প্রতিহত করতে না পারলে মুক্তিযুদ্ধের এবং আমাদের সংবিধানের চার মৌলিক নীতি ভুলন্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই