মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ ভাউতলী গ্রামে গাছ কাটার সময় গাছের গোড়ালীতে ধাক্কা লেগে দুলাল সরদার (৪২) নামের এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহত দুলাল ওই এলাকার হাসেম সরদারের ছেলে।
বরিশালের গৌরনদী থানার এসআই অহিদ মিয়া জানান, ৩/৪ শ্রমিক কালকিনি উপজেলার ডাসার থানার দক্ষিণ ভাউতলী গ্রামের ওয়াজেদ উদ্দিন চৌধুরীর বাড়ির কড়াই গাছ কাটছিল। কাটার শেষ মুহূর্তে গাছের গোড়ালী ছিঁটকে পড়লে দুলাল সরদারের ধাক্কা লাগে। আশঙ্কাজনক অবস্থায় দুলালকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুলালের মরদেহ উদ্ধার করে গৌরনদী থানায় নিয়ে যান তারা।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাজেদুল হক কাওছার জানান, হাসপাতালে পৌঁছার আগেই দুলাল সরদার মারা যায়। দুলালের শরীর ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার