কিশোরগঞ্জের করিমগঞ্জর উপজেলার জাফরাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে জাল্লাবাদে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহের।
জাফরাবাদ ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি।
এ সময় আরও বক্তব্য রাখেন কাদিরজঙ্গল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সুমন আহমেদ, জাফরাবাদ ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক কবীর উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সম্মেলনে মো. নূরুল্লাহকে সভাপতি ও মো. রাজন মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার