নীলফামারীর ডিমলা উপজেলায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ইসলামিয়া ডিগ্রি কলেজের আফতাব উদ্দিন সরকার অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও কেক কাটা, বৃক্ষরোপণ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে দিবসটি উদযাপন করে সংগঠনটির নেতাকর্মীরা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শৈলেন চন্দ্র রায়, নীলফামারী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ভুষেন রায়, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উদয় সরকার প্রমুখ।
পরে দলীয় কার্যালয় থেকে সকলের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে র্যালি আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/এমআই