টাঙ্গাইলের সখীপুরে খাস জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা ১৫ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। পৌরসভার কাহারতা মৌজায় কাটানি পুকুর ও বাড়ানি পুকুর সংলগ্ন থেকে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা যায়, সরকারি ১ নম্বর খাস খতিয়ানের ২৩৫৫ ও ২৩৫৬ নম্বর দাগের ২৫ শতাংশ জমিতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করে ওই এলাকার একটি মহল। সেখানে তারা টিনের ঘর তুলে দোকান বসায় এবং নামে বেনামে ক্লাব গঠনের চেষ্টা করে। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ১৫ টি টিনের ঘর উচ্ছেদ করে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, সরকারি জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা ১৫ দোকান ঘর উচ্ছেদ করে ২৫ শতাংশ খাস জমি দখল মুক্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল