ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় আল আমিন নামে আরও এক ডাকাত সদস্যকে আটক করেছে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারের একটি দল।
মঙ্গলবার ভোরে গাইবান্ধার পলাশবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে আল আমিনকে (৩৪) আটক করা হয়। তিনি ওই এলাকার নওশাদ আলীর ছেলে। এর আগে, ঘটনাস্থল থেকে নাজমুন নাহার রিপা নামে এক নারী ডাকাতকে আটক করা হয়।
বাসে ডাকাতির সময় আহত তিন যাত্রী হলেন-রানিশংকৈল উপজেলা জসিম উদ্দিনের ছেলে অলিন, ঠাকুরগাঁও জেলার আব্দুল গফ্ফারের ছেলে জুয়েল রানা ও নবাবগঞ্জ উপজেলার জয়নাল আবেদিনের ছেলে জামাল হোসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার জানান, যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় ঘটনাস্থল থেকে নাজমুন নাহার নামে এক নারী ডাকাতকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গাইবান্ধার পলাশবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে আল আমিন নামে আরেকজনকে আটক করা হয়েছে।
এদিকে, ওই ডাকাতির ঘটনায় মামলা দিয়ে নাজমুন নাহারকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। আল আমিনকে জিজ্ঞাসাবাদ চলছে। ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রোজিনা পরিবহন নামের একটি কোচ দিনাজপুর মহাসড়ক দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল যাচ্ছিল। সেই কোচেই যাত্রীবেশে এক নারীসহ আটজন ডাকাত উঠে পড়েন। পথেই গোবিন্দগঞ্জ পাড় হয়ে কোচটি ডাকাতির কবলে পড়ে।
পরে বাসের সুপারভাইজার জাহিদ হোসেন জানালার কাচ ভেঙে লাফ দিয়ে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিথুন সরকার পার্শ্ববর্তী নবাবগঞ্জ থানা পুলিশকে সঙ্গে নিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করেন।
ডাকাতদল মতিহারা বাজারের অদূরে ব্রিজের কাছে কোচটি দাঁড় করিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় নাজমুন নাহার রিপা নামের ডাকাতদলের ওই নারী সদস্যকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এমআই