লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ জানুয়ারী) বেলা সাড়ে তিনটায় এই ঘটনা ঘটে। লালমনিরহাট ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকেই কিছু শ্রমিক ওই গোডাউনে কাজ করছিলো। কিন্তু হঠাৎ করেই দুপুরের পর গোডাউন থেকে কালো ধোয়া দেখা যায়। মুহূর্তেই আগুনে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালমনিরহাটের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরো একটি ইউনিট এসে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গোডাউনের ভিতরে থাকা ট্রাক্টরের যন্ত্রাংশ, পুরনো কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিছু জানানো হয়নি।
ফায়ার সার্ভিসের লালমনিরহাট উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষতি সাধন হয়নি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ জানান, কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা সঠিকভাবে জানতে পারেননি। তবে তিনি ধারনা করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। তিনি আরো বলেন, গোডাউনে আগুন লেগে মূল্যবান কোন জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল