মুন্সীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের সুপার মার্কেট এলাকায় অবস্থিত সদর ফাঁড়ি কার্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।
পুলিশ সুপার আবদুল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল।
সরকারি বিভিন্ন দপ্তরের ৩৫টি দলের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তিগত ৫১টি দলসহ টুর্নামেন্টে ৮৬টি টিম অংশগ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/এমআই