দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টিভির খাগড়াছড়ি প্রতিনিধি মো. জহুরুল আলমের মা মমতাজ বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় জেলা সদরের গাউছিয়া নগর এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৩ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
খাগড়াছড়ি সদরের প্রবীণ ব্যবসায়ী মরহুম ছৈয়দুল হকের স্ত্রী মমতাজ বেগমের মৃত্যুতে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদারসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল