আগামী ১৬ জানুয়ারি নাটোরের নলডাঙ্গা, গুরুদাসপুর ও লালপুর পৌরসভা নির্বাচন। এ উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচন আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার নলডাঙ্গা পৌরসভার আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা নির্বাচন অফিসার মো. আছলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন হোসেন, নলডাঙ্গা থানার ইনচার্জ নজরুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন।
অপরদিকে, সোমবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম ও ওসি মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শাহনেওয়াজ আলী (নৌকা), বিদ্রোহী প্রার্থী মো. আরিফুল ইসলাম বিপ্লব (নারিকেল গাছ), বিএনপি মনোনিত প্রার্থী আজমুল হক বুলবুল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ডা. মোহাম্মদ আলী (জগ), মো. আমজাদ হোসেন (মোবাইল ফোন) ও মো. আব্দুস সালাম রনিসহ (ক্যারামবোর্ড) ৫৯ জন সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
প্রার্থীরাও নিয়ম মেনে সুষ্ঠু নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া একই দিন লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই