নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে দিনাজপুরে শুরু হয়েছে দুদিনব্যাপী আনন্দ মেলা। দিনাজপুর প্রেস ক্লাবের এম আব্দুর রহিম অডিটোরিয়ামে এই আনন্দ মেলা শুরু হয়েছে। মেলায় সব বয়সী নারী-পুরুষের উপচে পড়া ভিড় ছিলো লক্ষণীয়।
স্বাস্থ্যবিধি মেনে জাঁকজমকপূর্ণ, আলোকসজ্জিত ও আনন্দঘন পরিবেশে আনন্দ মেলায় নারী উদ্যোক্তাদের ১২টি স্টলে গ্রাম-বাংলার নানান জাতীয় পিঠা-পায়েশ ছাড়াও বুটিকের তৈরি শাড়িসহ নারীদের পোষাক শোভা পাচ্ছে। দুপুরে কেক কেটে মেলার উদ্বোধন করা হয়। মেলা দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা চলবে শুক্রবার পর্যন্ত।
ব্রাইডাল মেকওভার এন্ড বিউটি পার্লারের কর্ণধার সুমনা শারমিন জানান, এই আনন্দ মেলায় অংশ নিয়েছে নারী উদ্যোক্তাদের ব্রাইডেল ক্রিয়েশন, ভর্তা বিলাস এবং কনিকা’স কালেকশন, ভিস্টা ফুডি’স, কিরন’স কালেকশন, হোম টেস্ট ফাস্ট, মম এন্ড বেবি ওয়ের, স্বপ্নতরী, শোভা’স কিচেন এডভেঞ্চার, তেলদি ইউ, আফরিন কালেকশন, বাজার ডট কম, সুমি’স কিচেন প্রতিষ্ঠান তাদের নিজ নিজ পণ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছে এই মেলায়।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবে নারী উদ্দ্যোক্তাদের অংশগ্রহনে দুইদিনব্যাপী আনন্দ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস।
ব্রাইডাল মেকওভার এন্ড বিউটি পার্লার এর স্বত্তাধিকারী সুমনা শারমিনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি স্বরূপ বকসী বাচ্চু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন প্রমুখ। বিভিন্নরকম পন্যসামগ্রী এবং বাহারীরকমের সু-স্বাদু পিঠা দিয়ে মেলার আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন