মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক আবুল খায়ের মুন্সীর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা মাঠে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
বাদ জোহর কুমিল্লার চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রথম জানাজার আগে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস সালাম, মাউশি কুমিল্লা অঞ্চলের পরিচালক সোমেশ কর চৌধুরী ও ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভুইয়া প্রমুখ।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানান, আবুল খায়ের মুন্সী বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। দীর্ঘদিন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগে সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের মার্চে মাউশিতে বদলি হন।
বিডি প্রতিদিন/এমআই