দ্রব্যসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে শহরের নবাববাড়ী রোডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী রেজাউল করিম বাদশা।
বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, কেএম খায়রুল বাশার, বিএনপি নেতা অ্যাডভোকেট সোলায়মান আলী, এসএম রাসেল মামুন, অ্যাডভোকেট সৈয়দ জহুরুল ইসলাম, আবু সালেহ নয়ন, শহীদুল ইসলাম সরকার, শামছুল হক মন্ডল প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন