হবিগঞ্জের আজমিরীগঞ্জে পিকআপ চাপায় পুতুল বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসপাতাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুতুল বেগম উপজেলার শুক্রীবাড়ী এলাকার মফিজ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে রাস্তা পারাপারের সময় হবিগঞ্জ থেকে আজমিরীগঞ্জগামী একটি পিকআপ পুতুল বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে প্রেরণ করলে অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সিলেট নেয়ার পথে তার মৃত্যু হয়।
আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক পিকআপ আটক করা হলেও চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ সিলেটে রয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন