বগুড়ার ধুনটে ১৮ কেজি ওজনের ৩টি গাঁজার গাছসহ ওসমান প্রামানিক (৫৫) নামে এক গাঁজা চাষিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত ওসমান প্রামানিক চিথুলিয়া গ্রামে তার বাড়ির পাশের নিজ জমিতে তিনটি গাঁজার গাছ রোপণ করে পরিচর্চা করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮ কেজি ওজনের ৩টি গাঁজার গাছসহ চাষি ওসমান প্রামানিককে গ্রেফতার করে।
বগুড়ার ধুনট থানার এসআই রুহুল আমিন জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত গাঁজা চাষির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন