নোয়াখালী সদর উপজেলায় শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অনুমোদিত আউট-অব-স্কুল চিলড্রেন শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা নোয়াখালী রুরাল এ্যাকশান সোসাইটি (এন-রাশ) আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নোমান হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নোয়াখালীর সহকারী পরিচালক বিদ্যুৎ রায় বর্মন।
এতে প্রকল্পের মূল প্রবন্ধ তুলে ধরে বক্তব্য রাখেন নোয়াখালী রুরাল এ্যাকশান সোসাইটির (এন-রাশ) প্রধান নির্বাহী মো. আবুল হাশেম। কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক নেতা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই