গাজীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী এক কাঠ মিস্ত্রি নিহত হয়েছেন। নিহতের নাম আবুল হাশেম (৫৫)। তিনি গাইবান্ধা জেলা সদর থানা এলাকার মৃত মোন্তাজ আলী মিস্ত্রির ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গাজীপুরে মহানগরের পোড়াবাড়ি এলাকায় ময়মনসিংহের ভালুকাগামী যাত্রীবাহী একটি বাস বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাশেমকে চাপা দেয়। এতে হাশেম ঘটনাস্থলেই নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে বেপরোয়া গতিতে ভালুকা যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে। হাশেম প্রায় ২০ বছর ধরে স্থানীয় মজিবুরের বাড়িতে ভাড়া থেকে এলাকায় কাঠ মিস্ত্রির কাজ করতেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন