বরিশালে মাদক রাখার অভিযোগে করা মামলায় দুই ব্যক্তিকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে আসামিদের উপস্থিতিতে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম ফরিদপুর এলাকার নূর মোহাম্মদ সিকদারের ছেলে সিদ্দিকুর রহমান এবং মোতাহর দেওয়ানের ছেলে সিরাজ দেওয়ান।
আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির জানান, ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বরিশাল নদী বন্দর সংলগ্ন পাবলিক টয়লেট এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ সিদ্দিকুর রহমান ও সিরাজ দেওয়ানকে আটক করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় দুজনের বিরুদ্ধে ওইদিনই একটি মামলা করেন গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন। একই বছর ১৩ মার্চ মামলার তদন্ত গোয়েন্দা পুলিশের ওসি মাহবুবর রহমান ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র দেন। পরে আদালতে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আর বৃহস্পতিবার ওই রায় ঘোষণা করেন বিচারক।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ