বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যাওয়া বাংলাদেশের জন্য ভাগ্য। তারা বিদেশের মাটিতে থাকায় বেঁচে গেছে। তারা যদি বেঁচে না থাকতো তাহলে বাংলাদেশ আজকে যে পর্যায়ে এসেছে তা কখনও সম্ভব হতো না।
শুক্রবার ফেনীর পরশুরামে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাবার নামে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খায়রুল বাশার তপন প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াছিন শরীফ মজুমদার। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খেলার চ্যাম্পিয়ন টিটিএল ও রানার্সআপ ছাগলনাইয়া একাদশের হাতে ট্রফিসহ প্রাইজমানি তুলে দেন। টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন