জাতীয়করণের ৮ বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পাকুন্দিয়া আদর্শ মহিলা অনার্স কলেজ মিলনায়তনে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট পাকুন্দিয়া উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মতিউর রহমান জাহাঙ্গীর।
সমাবেশে আরও বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ, প্রধান শিক্ষক নূরুল আফছার শহীদ, আব্দুর রাজ্জাক, সেলিম মিয়া, নাছিমা আক্তার, মাজেদা আক্তার, সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক আব্দুল আউয়াল প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন