নাটোরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় রামানন্দ খাজুরা ইউনিয়নে রাকিবুল (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের তালহারা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে। রাকিবুলের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিংড়া থানা অফিসার ইনচার্জ নূরে-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন