লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট রায়পুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মধ্য উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের রায়পুর উপজেলা শাখার আহ্বায়ক ও হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সোবহান।
চর পলোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির পাটওয়ারীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মধ্য উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিক প্রধানিয়া, মোঃ মহসিন কবির, মোঃ সাইফুল আলম, হাসিনা আক্তার ও আক্তার হোসাইস প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল