চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে একটি চলন্ত গাড়ির ধাক্কায় সফিউল আলম সুন্দর নামে ৫৫ বছর বয়সী একজন বয়োবৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
তিনি উপজেলার মুরাদনগর ইউনিয়নের দোয়াজি পাড়া এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। আজ শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ি শফিউল আলমকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন তিনি। পরে আহত অবস্থায় দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর