সুদ ব্যবসায়ীদের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ায় নাটোর শহরতলীর হাজরা নাটোর গ্রামের মোহন কুমার মন্ডল নামে এক কলেজছাত্রকে বাজার থেকে ফেরার পথে ডেকে নিয়ে বেদম মারপিটের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১১টায়। সে হাজরা নাটোর এলাকার কৃষক মোঘল মন্ডলের ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে নির্যাতনের শিকার মোহন কুমার মন্ডল বর্তমানে নাটোর আধুনিক হাসপাতলে চিকিৎসা শেষে বাসায় বিশ্রামে রয়েছে।
জানা যায়, গত ৩ জানুয়ারি ভোরে নাটোর শহরতলীর হাজরা নাটোর এলাকায় সুদের টাকার চাপ সইতে না পেরে গোপাল মন্ডল নামে এক বর্গাচাষী আত্মহত্যা করে এবং সুদ ব্যবসায়ীদের অত্যাচার নির্যাতন সইতে না পেরে দিনমজুর দিলীপ দাস বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাক্ষাৎকার দেওয়ায় মোহন মন্ডলের উপর ক্ষিপ্ত হয় সুদ ব্যবসায়ী সমর সাহা। শনিবার সকালে মোহন বাজার থেকে ফেরার পথে সমর সাহার ছেলে সুজন সাহা তাকে লাঠি দিয়ে বেদম মারপিট করে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন চলে এলে সুজন পালিয়ে যান। পরে মোহনকে উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে নাটোর সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন