দিনাজপুরের সদর উপজেলায় সাঁওতাল আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব ‘সহরায় পরব’ পালিত হয়েছে। রবিবার উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের নশিপুর খোসালপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।
বাংলাদেশ সারি-সারনা গাঁওতা সদর উপজেলা শাখা ও মাঝি পরিষদ সুন্দরবন ইউনিয়ন দিনাজপুরের যৌথ আয়োজনে সহরায় পরব উদযাপন কমিটির আহ্বায়ক মানিক সরকার মুরমু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি ছিলেন সুন্দরবন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি অ্যাডভোকেট গণেশ সরেন, সাধারণ সম্পাদক রুবেন মুরমু, সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানবেন্দ্র রায় ও সহ-সভাপতি জগদীশ দেবশর্মা।
উল্লেখ্য, সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের ঐতিহাসিক ‘সহরায় পরব’ উৎসব হচ্ছে নতুন বছরকে বরনের উৎসব। গৃহপূজা এবং ফসলের উৎপাদনের সাথে যেসব পশুরা জড়িত তাদের পূজা করা এই পরবের মুখ্য উৎসব।
বিডি প্রতিদিন/এমআই