কুমিল্লার চান্দিনা পৌরসভার নির্বাচনী প্রচারণার সময় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার পৌরসভার ৭ নং ওয়ার্ড ছায়কোট এলাকায় ওই সংঘর্ষ ঘটে।
আহতরা হলেন- জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শামীম হোসেনের সমর্থক হারং এলাকার শরীফুল ইসলাম (২০), রাসেদুল ইসলাম (২৮), মো. সোহান (১৬), শামীম সরকার (৪০), নাঈম পারভেজ (১৯), নূরজাহান বেগম (৪৫), আবদুল কাদের (২৬), জাকির (২৬)। নৌকা প্রতীক সমর্থিত আহতরা হচ্ছেন ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ছায়কোট এলাকার আবুল কালাম (৪২), একই এলাকার নুরুল ইসলাম (৩৮), আল-আমিন (৩০), মাহাবুব (৩০), আলী হোসেন (৪৫), আবুল হাসেম (৩২), শহীদুল ইসলাম (২৫)। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, মূলত মেয়র প্রার্থীরা যেখানে গণসংযোগে যাবেন তার একটি তালিকা পূর্বেই থানায় দেওয়া কথা। কিন্তু তারা সেটা করেন না। সোমবার দুই গ্রুপের সংঘর্ষের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত কেউ লিখিত কোন অভিযোগ করেননি।
বিডি প্রতিদিন/এ মজুমদার