শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী সম্প্রদায়ের ২৫টি নবজাতকের মাদের হাতে ফুল ও অভিনন্দনপত্র দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
সোমবার দুপুরে উপজেলার বাকাকুড়া এলাকায় আদিবাসী কমিউনিটি সেন্টারে জন্মনিবন্ধনে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠানে তাদের এ শুভেচ্ছা জানান তিনি।
এসময় নবজাতকের সুরক্ষার জন্য হ্যান্ড সেনিটাইজার, মাস্ক, কম্বল দুইটি ফলদ গাছের চারা উপহার দেন।
জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রুবেল মাহমুদ। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, কাংশা ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়শনের চেয়ারম্যান নবেশ মি. নবেশ খকসি প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক আনার কলি মাহবুব ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ১৪৫ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ করেন।
এছাড়া শিক্ষাঙ্গনে সবুজায়ন বাস্তবায়নে গ্রীন স্কুল কর্মসূচির আওতায় ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন ও মাস্ক বিতরণ করেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন