বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল সুমনের বহিষ্কারাদেশ টানা ৪ বছর পরে প্রত্যাহার করা হয়েছে।
আজ সোমবার জেলা ছাত্রলীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সন্ধ্যায় দলীয় প্যাডে জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
এর আগে, দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ২০১৬ সালের ৮ আগষ্ট আব্দুল্লাহ আল সুমনকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছিলেন জেলা নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ