চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে প্রার্থীদের গণজমায়েত পরিহার করে স্বাস্থ্যবিধি মেনে প্রচারণা চালানোর অনুরোধ জানান। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে এবং যতটুকু সম্ভব গণজমায়েত না করে প্রচার প্রচারণা চালাতে ইতোমধ্যে প্রার্থীদের অনুরোধ করেছি। ইভিএম মেশিন সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানাতে আমাদের এই কার্যক্রম।
সোমবার বিকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে করোনা সচেতনতা ও ইভিএম সম্পর্কিত প্রচারপত্র বিতরণের সময় এ কথা বলে তিনি।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য। একটু সচেতন হলেই এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। করোনা সম্পর্কে যে কার্যক্রম শুরু করেছি পর্যায়ক্রমে এ প্রচারণা চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা বশির আহমদ, নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার জাকিয়া হোসনাইন, বুলবুল আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার