ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার রাতে জেলা সদরের শিয়ালকোল বিসিক মসজিদে গোপন ব্যালটের মাধ্যমে মুফতি মুহিবউল্লাহ সভাপতি এবং মাওলানা আব্দুল আল মামুন সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে গাজী আয়নুল হক, মাওলনা জিয়াউল হক, সাংগঠনিক মো. জুবায়ের ইসলাম, প্রচার সম্পাদক শহিদ আমিন, প্রশিক্ষন সম্পাদক মাওলানা ইয়াকুব, অর্থ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, সহ-সম্পাদক হাফেজ হাবিব উল্লাহ নির্বাচিত হন।
এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বেলায়েত হোসেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুফতি শেখ মো. নুরুননবীসহ অন্যান্যরা। সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন