টাঙ্গাইলের সখীপুরে ১২শ পিস ইয়াবাসহ দুই নারী ও দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বাঘবেড় এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটক কৃতরা হল উপজেলার মুচারিয়া পাথাপুরের রফিকুল ইসলাম (৪৫), বাঘবেড় এলাকার জেসমিন আক্তার (৩০), বাটাজোর এলাকার আলী আকবর(৩০) ও জামালপুর জেলার ইতি আক্তার (২২)। এ ঘটনায় তাদের নামে সখীপুর থানায় মাদক আইনে মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সখীপুরের সীমান্তবর্তী বাঘবেড় এলাকা থেকে ১২শ পিস ইয়াবাসহ চারজনকে আটক করে পুলিশ। আটক করার পর জানা যায় তারা মাদক ব্যবসায়ী। এ ঘটনায় পুলিশ বাদী করে মাদক আইনে মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছে ।
সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে থানায়।
বিডি প্রতিদিন/আল আমীন