বরিশালে প্রবাস কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। গতকাল সোমবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের হলরুমের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে ৩১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এ কে এম শাহাবুদ্দিন আহমেদসহ অন্যান্যরা।
বিডি-প্রতিদিন/শফিক