কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার বালুখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় ২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার সংলগ্ন ঢালায় টেকনাফগামী সেন্টমার্টিন সার্ভিসের সাথে ইজিবাইক (টমটম) এর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নোয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মনির আহমদ (২২) ও অপরজন ইজিবাইক চালক উখিয়া পালংখালী বটতলী এলাকার প্রকাশ আবুইল্লা মিস্ত্রির ছেলে জাফর আলম (২৮)।
এছাড়াও এঘটনায় ২ জন আহত হয়েছেন। আহতের মধ্যে নোয়াপাড়ার মৃত মকবুল ছোবাহানের ছেলে খাইরুল বশর বাবুলের (৩২) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে প্রেরণ করেছে। অপর আহতদের টিভি টাওয়ার সংলগ্ন রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মারুফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন