বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার রাতে নোয়াখালী ও মাইজদী কোর্ট রেলওয়ে স্টেশন এবং ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ছিন্নমূল মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা ইউনিটের উপ পরিচালক এম এ করিম ও সহ যুব রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ শেষে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগে সব সময় কাজ করে। এই শীতে জেলার বিভিন্ন স্থানে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এক হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। যেকোন দুর্যোগে ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় কাজ করে যাবে।’
বিডি প্রতিদিন/ফারজানা