“মানবতার সেবায় পাশে আছি সব সময়”-এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের লোকনাথ টেংকের পাড় চত্বরে সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোরের সাথীর সভাপতি নাজমুল হক, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র দাস, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মো. শামসুদ্দিন, ভোরের সাথী সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ভুইয়া, সহ-সভাপতি ইকবাল হোসেন চন্দন, উপদেষ্টা আবুল কাশেম, জহিরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর কবীর খান দুলাল, সদস্য সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, ঠিকাদার ব্যবসায়ী ফয়সল আহমেদ ওয়াকার, ব্যবসায়ী রাশেদ কবীর আখন্দ, অরুণ দেবনাথ, শংকর দেবনাথ, আল মামুন সরকার, মাহমুদুল হাসান, মনিুল আলম, বুলবুল, লতিফুর রহমান আলামিন, এডভোকেট আশিকুর রহমান, মো. সোহেল, শিপন দেবনাথ প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিত্তবানরা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে সমাজের ছিন্নমূল ও অসহায়দের দুর্ভোগ আর থাকবে না।
বিডি প্রতিদিন/ফারজানা